পেটে জমে থাকা মেদ নানা ধরনের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই মেদ একবার জমলে সহজে যেতেও চায় না। পেটে মেদ জমে আমাদের কিছু অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেই। জেনে নিন কোন কোন ভুলে হয় এমনটি।
- ভারী খাবার শেষে ডেজার্ট খাওয়ার অভ্যাস রয়েছে? অতিরিক্ত এই ক্যালোরি গ্রহণের কারণে বেড়ে যেতে পারে পেটের মেদ।
- অনেকে দেরি করে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে নাস্তাটাই করেন না। এতে করে শরীরের জন্য বিপদ ডেকে আনছেন আপনি নিজেই। সকালে না খেলে মেটাবলিজম ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাড়তি মেদ জমে শরীরে।
- সুস্থ ও মেদহীন শরীরের জন্য পর্যাপ্ত ঘুম ভীষণ জরুরি। রাত জেগে থাকলে পেটের মেদ বাড়ে। তাই রাতে ৮ ঘণ্টা ঘুমাবেন অবশ্যই।
- পর্যাপ্ত শরীরচর্চা না করার কারণে মেদ বাড়তে পারে পেটে। একটানা বসে থাকার কাজ করতে হয় অনেককেই। মাঝে মাঝে বিরতি নিয়ে হাঁটাচলা করা জরুরি। নাহলে পেটের মেদ বাড়তেই থাকবে। চেয়ারে বসেও ব্যায়াম করতে পারেন।
- চা কিংবা কফি ছাড়া সকাল শুরুই হয় না? এই অভ্যাদ বাদ দিন মেদ ঝরাতে চাইলে। কারণ গবেষণা বলছে ক্যাফেইন দ্রুত ক্ষুধা লাগিয়ে দিতে এক্সপার্ট।
- সারাদিন মেনেবেছে চললেন, কিন্তু দিনশেষে কোল্ড ড্রিংকের গ্লাসে একটি চুমুক দিয়েই ফেললেন। মেদ কিন্তু গেড়ে বসলো শরীরে!
আরও পড়ুনঃ ভাত কম খাই, তবু কেন ওজন বাড়ে?
- খাবার ঠিক মতো চিবিয়ে না খেলে এটা হতে পারে পেটে মেদ জমে যাওয়ার অন্যতম কারণ।
- খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন না রাখলে মেটাবোলিজম ক্ষতিগ্রস্ত হয় এবং পেটে মেদ জমে।
- প্যাকেটজাত খাবার যেমন কেক, মাফিন, প্যানকেক বা কাপকেক ধরনের খাবার খাবেন না। ওজন বাড়িয়ে দেবে এসব খাবার। চিনি ও চিনিজাতীয় খাবারও এড়িয়ে চলুন।
- অনেকক্ষণ না খেয়ে থাকলেও কিন্তু বাড়ে মেদ। নির্দিষ্ট সময় পর পর পরিমিত খাবার খান।
- ভারী খাবার খাওয়ার পর অতিরিক্ত পানি পান করবেন না। এটি পেটে মেদ জমিয়ে দেয়।
- বয়স ও উচ্চতা অনুযায়ী খাদ্য তালিকা ঠিক করতে একজন পুষ্টিবিদের সহায়তা নিন। অনেকেই ইচ্ছে মতো তালিকা বানিয়ে নেন যাতে বিপরীত ফল মেলে।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া
যে ১২ ভুলে তলপেটে মেদ জমে